Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নাগরিক সেবাঃ

ক্রঃনংঃ সেবার নাম সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য  এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

মূসক বা ভ্যাট নিবন্ধন প্রদান

সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে মূসক বা ভ্যাট নিবন্ধন সনদ ইস্যু করা হয়।

ক) মূসক-৬ফরম, প্রাপ্তিস্থান: ভিআইএস শাখা।

খ) ট্রেড লাইসেন্স।

গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের টিআইএন সনদ।

ঙ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।

চ) ব্যাংকের একাউন্ট সম্পর্কিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সনদপত্র।

ছ) ব্যবসা স্থানের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র।

জ) আমদাননি-রপ্তানি নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের প্রদত্ত ব্যবসা সংশ্লিষ্ট আইআরসি বা ইআরসি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

ঝ) সংশ্লিষ্ট ব্যক্তির Authorization Letter

ঞ) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে Articles Of Memorandum ও Articles Of Association এর কপি।

ট) Partnership ব্যবসার ক্ষেত্রে  Partnership Contract;

ঠ) বিভাগীয় কর্মকর্তা কর্তৃক চাহিদাকৃত অন্য যেকোন দলিল।

বিঃ দ্রঃ সকল ফটোকপি সত্যায়িত হতে হবে।

বিনামূল্যে আবেদনের ০২ (দুই) কার্যদিবসের মধ্যে।

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন

বিভাগীয় কর্মকর্তা

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বাগেরহাট।

ফোননং: 0

ই-মেইল: 

bagerhatdiv@gmail.com

র্টার্নওভার নিবন্ধন প্রদান

সংশ্লিষ্ট কাগজ পত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে টার্ণওভার নিবন্ধন সনদ ইস্যু করা হয়।

ক) মূসক-৬ ফরম, প্রাপ্তিস্থান: ভিআইএস শাখা।

খ) ট্রেড লাইসেন্স।

গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের টিআইএন সনদ।

ঙ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।

চ) ব্যাংকের একাউন্ট সম্পর্কিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সনদপত্র।

ছ) ব্যবসাস্থানের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র।

জ) Parrtnership ব্যবসার ক্ষেত্রে Partnership Contract;

ঝ) বিভাগীয় কর্মকর্তা কর্তৃক চাহিদাকৃত অন্য যেকোন দলিল।

বিঃ দ্রঃ সকল ফটোকপি সত্যায়িত হতে হবে।

বিনামূল্যে আবেদনের ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে।

উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা অনুমোদন

সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে ঘোষনা অনুমোদন করা হয়

ক) উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা ফরম মূসক-4.3, প্রাপ্তিস্থান: ভ্যাট শাখা।

খ) পণ্যের আমদানি সংক্রান্ত বিল অব এন্ট্রি, ইনভয়েস, প্রযোজ্য ক্ষেত্রে CRF, বিল।

গ) স্থানীয়ভাবে সংগৃহীত পণের চালানপত্র।

ঘ) উৎপাদনের বিভিন্ন খরচের বিভাজন সম্বলিত পৃথক বিবরনী।

বিনামূল্যে আবেদনের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে।

টার্নওভার করের বার্ষিক ঘোষনা পত্র অনুমোদন

সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক এবং সরেজমিনে তদন্তপূর্বক সঠিক পাওয়াস্বাপেক্ষে অনুমোদন করা হয়।

ক) †NvlbvcÎ g~mK-2.L, প্রাপ্তিস্থান: টার্নওভার শাখা।

খ) ট্রেড লাইসেন্স।

গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।

বিনামূল্যে আবেদনের ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে।

ইটভাটার বার্ষিক ঘোষনা ফরম অনুমোদন

সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাই পূর্বক সঠিক এবং সরেজমিনে তদন্তপূর্বক সঠিকপাওয়া স্বাপেক্ষে অনুমোদন করা হয়।

ক) ইটভাটা ঘোষনা ফরম-ক, প্রাপ্তিস্থান: ভ্যাট শাখা।

খ) ট্রেড লাইসেন্স।

গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।

ঙ) ইটভাটার অবস্থানগত ভূমির নকশা।

বিনামূল্যে আবেদনের৩০(ত্রিশ) কার্যদিবসেরমধ্যে।

রপ্তানির উদ্দেশ্যে পণ্য অপসারনের জন্য মূসক-২০ অনুমোদন

সংশ্লিষ্ট কাগজ পত্রাদী যাচাই পূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে  অনুমোদন করা হয়

ক) মূসক-২০, প্রাপ্তি: রপ্তানি শাখা।

খ) মূসক-১১

গ) কর্মাসিয়াল ইনভয়েস

ঘ) এলসি

ঙ) ইএক্সপি।

বিনামূল্যে

আবেদনের ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে।

আমদানী সংশ্লিষ্ট মূসক-৭ অনুমোদন

সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাই পূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে অনুমোদন করা হয়

ক) মূসক-৭ফরম, প্রাপ্তি: রপ্তানি শাখা।

গ) কর্মাসিয়াল ইনভয়েস

ঘ) এলসি

ঙ) প্রোফরমা ইনভয়েস।

চ) কান্ট্রি অব অরিজিন সনদ।

ছ) প্যাকিং লিস্ট।

জ) আমদানীকৃত যন্ত্রপাতির ব্ল-প্রিন্ট।

ঝ) এছাড়া বিভাগীয় কর্মকর্তার চাহিদা অনুযায়ী অন্যান্য দলিলাদি।

বিনামূল্যে

আবেদন দাখিলের স্বল্পতম সময়ের মধ্যে

শিল্প বর্জ্য বা উপজাত পণ্যের সরবরাহ নিশ্চত করন।

দাখিলকৃত কাগজপত্র যাচাই ও সরেজমিনে তদন্ত স্বাপেক্ষে নিস্পত্তি করা হয।

ক) আবেদন।

খ) বর্জ্য পণ্যের হিসাব।

গ) এছাড়া বিভাগীয় কর্মকর্তার চাহিদা

অনুযায়ী অন্যান্য দলিলাদি।

বিনামূল্যে

আবেদন দাখিলের স্বল্পতম সময়ের মধ্যে

ভ্যাট সংক্রান্ত বিবিধ সেবা।

সেবা গ্রহীতাকে উপস্থিত হয়ে আইনী সহায়তা/পরামর্শ এর মাধ্যমে।

ক) সাদা কাগজে

খ) মৌখিক চাহিদা মোতাবেক

বিনামূল্যে

অফিস সময় ৯:০০-৫:০০

আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান।

২)

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদান।

৩)

মিত্যা ঘোষণা দাখিল না করা।

৪)

সময়মত সরকারী রাজস্ব পরিশোধ করা।

৫)

সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকলে সেবা প্রদানকারী কর্মকর্তার নিকট থেকে পরামর্শ গ্রহণ করবেন

৬)

মূসক কর্মকর্তাদের সহায়তা করা।

৭)

বেনামী আবেদন না করা।

৮)

প্রয়োজনীয় সকল দলিল দাখিল করা।

 

 

রাজস্ব জমার কোড সমূহঃ

০১। আমদানি পণ্যের উপর ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩০১
০২। আমদনি পণ্যের উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭০১
০৩। দেশজ পণ্য ও সেবার উপর ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩১১
০৪। দেশজ পণ্যের উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭১১
০৫। দেশজ সেবার উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭২১
০৬। টার্নওভার কর: ১/১১৩৩/০০০১/০৩১৩
০৭। অন্যান্য ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩৯১
০৮। জরিমানা ও দন্ড (ভ্যাট): ১/১১৩৩/০০০১/১৯০১
০৯। আবগারী শুল্ক: ১/১১৩৩/০০০১/০৬০১
১০। কাস্টমস্ ডিউটি: ১/১১৩৩/০০০১/০৪০১
১১। কাস্টমস্ সারচার্জ: ১/১১৩৩/০০০১/০৪১১
১২। অবকাঠামো উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/০৪১২
১৩। অন্যান্য: ১/১১৩৩/০০০১/০৪২১
১৪। জরিমানা ও দন্ড (কাস্টমস): ১/১১৩৩/০০০১/১৯০১
১৫। বাজেয়াপ্ত পণ্য বিক্রি/নিলাম (ভ্যাট): ১/১১৩৩/০০০১/২৩৫১
১৬। বাজেয়াপ্ত পণ্য বিক্রি/নিলাম (কাস্টমস্): ১/১১৩৩/০০০১/২৩৫১
১৭। ডিউটি ড্রব্যাক/রিফান্ড (রাজস্ব ফেরত): ১/১১৩৩/০০০১/০৪৯ (কাস্টমস)
১৮। ডিউটি ড্রব্যাক/রিফান্ড (রাজস্ব ফেরত): ১/১১৩৩/০০০১/০৪৯৭ (ভ্যাট)
১৯। স্বাস্থ উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১২
২০। পরিবেশ সুরক্ষা সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১৩
২১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১৪