নাগরিক সেবাঃ
ক্রঃনংঃ | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
১ | মূসক বা ভ্যাট নিবন্ধন প্রদান |
সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে মূসক বা ভ্যাট নিবন্ধন সনদ ইস্যু করা হয়। |
ক) মূসক-৬ফরম, প্রাপ্তিস্থান: ভিআইএস শাখা। খ) ট্রেড লাইসেন্স। গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। ঘ) সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের টিআইএন সনদ। ঙ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। চ) ব্যাংকের একাউন্ট সম্পর্কিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সনদপত্র। ছ) ব্যবসা স্থানের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র। জ) আমদাননি-রপ্তানি নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের প্রদত্ত ব্যবসা সংশ্লিষ্ট আইআরসি বা ইআরসি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। ঝ) সংশ্লিষ্ট ব্যক্তির Authorization Letter ঞ) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে Articles Of Memorandum ও Articles Of Association এর কপি। ট) Partnership ব্যবসার ক্ষেত্রে Partnership Contract; ঠ) বিভাগীয় কর্মকর্তা কর্তৃক চাহিদাকৃত অন্য যেকোন দলিল। বিঃ দ্রঃ সকল ফটোকপি সত্যায়িত হতে হবে। |
বিনামূল্যে | আবেদনের ০২ (দুই) কার্যদিবসের মধ্যে। |
মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বিভাগীয় কর্মকর্তা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বাগেরহাট। ফোননং: 0 ই-মেইল: bagerhatdiv@gmail.com |
২ | র্টার্নওভার নিবন্ধন প্রদান |
সংশ্লিষ্ট কাগজ পত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে টার্ণওভার নিবন্ধন সনদ ইস্যু করা হয়। |
ক) মূসক-৬ ফরম, প্রাপ্তিস্থান: ভিআইএস শাখা। খ) ট্রেড লাইসেন্স। গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। ঘ) সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের টিআইএন সনদ। ঙ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। চ) ব্যাংকের একাউন্ট সম্পর্কিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সনদপত্র। ছ) ব্যবসাস্থানের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র। জ) Parrtnership ব্যবসার ক্ষেত্রে Partnership Contract; ঝ) বিভাগীয় কর্মকর্তা কর্তৃক চাহিদাকৃত অন্য যেকোন দলিল। বিঃ দ্রঃ সকল ফটোকপি সত্যায়িত হতে হবে। |
বিনামূল্যে | আবেদনের ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে। |
ঐ |
৩ | উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা অনুমোদন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে ঘোষনা অনুমোদন করা হয় |
ক) উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা ফরম মূসক-4.3, প্রাপ্তিস্থান: ভ্যাট শাখা। খ) পণ্যের আমদানি সংক্রান্ত বিল অব এন্ট্রি, ইনভয়েস, প্রযোজ্য ক্ষেত্রে CRF, বিল। গ) স্থানীয়ভাবে সংগৃহীত পণের চালানপত্র। ঘ) উৎপাদনের বিভিন্ন খরচের বিভাজন সম্বলিত পৃথক বিবরনী। |
বিনামূল্যে | আবেদনের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে। |
ঐ |
৪ |
টার্নওভার করের বার্ষিক ঘোষনা পত্র অনুমোদন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাইপূর্বক সঠিক এবং সরেজমিনে তদন্তপূর্বক সঠিক পাওয়াস্বাপেক্ষে অনুমোদন করা হয়। |
ক) †NvlbvcÎ g~mK-2.L, প্রাপ্তিস্থান: টার্নওভার শাখা। খ) ট্রেড লাইসেন্স। গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। ঘ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। |
বিনামূল্যে | আবেদনের ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে। |
ঐ |
৫ |
ইটভাটার বার্ষিক ঘোষনা ফরম অনুমোদন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাই পূর্বক সঠিক এবং সরেজমিনে তদন্তপূর্বক সঠিকপাওয়া স্বাপেক্ষে অনুমোদন করা হয়। |
ক) ইটভাটা ঘোষনা ফরম-ক, প্রাপ্তিস্থান: ভ্যাট শাখা। খ) ট্রেড লাইসেন্স। গ) আবেদনকারীর ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। ঘ) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। ঙ) ইটভাটার অবস্থানগত ভূমির নকশা। |
বিনামূল্যে | আবেদনের৩০(ত্রিশ) কার্যদিবসেরমধ্যে। | ঐ |
৬ |
রপ্তানির উদ্দেশ্যে পণ্য অপসারনের জন্য মূসক-২০ অনুমোদন |
সংশ্লিষ্ট কাগজ পত্রাদী যাচাই পূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে অনুমোদন করা হয় |
ক) মূসক-২০, প্রাপ্তি: রপ্তানি শাখা। খ) মূসক-১১ গ) কর্মাসিয়াল ইনভয়েস ঘ) এলসি ঙ) ইএক্সপি। |
বিনামূল্যে |
আবেদনের ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে। |
ঐ |
৭ |
আমদানী সংশ্লিষ্ট মূসক-৭ অনুমোদন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদী যাচাই পূর্বক সঠিক পাওয়া স্বাপেক্ষে অনুমোদন করা হয় |
ক) মূসক-৭ফরম, প্রাপ্তি: রপ্তানি শাখা। গ) কর্মাসিয়াল ইনভয়েস ঘ) এলসি ঙ) প্রোফরমা ইনভয়েস। চ) কান্ট্রি অব অরিজিন সনদ। ছ) প্যাকিং লিস্ট। জ) আমদানীকৃত যন্ত্রপাতির ব্ল-প্রিন্ট। ঝ) এছাড়া বিভাগীয় কর্মকর্তার চাহিদা অনুযায়ী অন্যান্য দলিলাদি। |
বিনামূল্যে |
আবেদন দাখিলের স্বল্পতম সময়ের মধ্যে |
ঐ |
৮ |
শিল্প বর্জ্য বা উপজাত পণ্যের সরবরাহ নিশ্চত করন। |
দাখিলকৃত কাগজপত্র যাচাই ও সরেজমিনে তদন্ত স্বাপেক্ষে নিস্পত্তি করা হয। |
ক) আবেদন। খ) বর্জ্য পণ্যের হিসাব। গ) এছাড়া বিভাগীয় কর্মকর্তার চাহিদা অনুযায়ী অন্যান্য দলিলাদি। |
বিনামূল্যে |
আবেদন দাখিলের স্বল্পতম সময়ের মধ্যে |
ঐ |
৯ | ভ্যাট সংক্রান্ত বিবিধ সেবা। |
সেবা গ্রহীতাকে উপস্থিত হয়ে আইনী সহায়তা/পরামর্শ এর মাধ্যমে। |
ক) সাদা কাগজে খ) মৌখিক চাহিদা মোতাবেক |
বিনামূল্যে |
অফিস সময় ৯:০০-৫:০০ |
ঐ |
আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১) |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান। |
২) |
আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদান। |
৩) |
মিত্যা ঘোষণা দাখিল না করা। |
৪) |
সময়মত সরকারী রাজস্ব পরিশোধ করা। |
৫) |
সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকলে সেবা প্রদানকারী কর্মকর্তার নিকট থেকে পরামর্শ গ্রহণ করবেন |
৬) |
মূসক কর্মকর্তাদের সহায়তা করা। |
৭) |
বেনামী আবেদন না করা। |
৮) |
প্রয়োজনীয় সকল দলিল দাখিল করা। |
রাজস্ব জমার কোড সমূহঃ
০১। আমদানি পণ্যের উপর ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩০১
০২। আমদনি পণ্যের উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭০১
০৩। দেশজ পণ্য ও সেবার উপর ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩১১
০৪। দেশজ পণ্যের উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭১১
০৫। দেশজ সেবার উপর সম্পূরক শুল্ক: ১/১১৩৩/০০০১/০৭২১
০৬। টার্নওভার কর: ১/১১৩৩/০০০১/০৩১৩
০৭। অন্যান্য ভ্যাট: ১/১১৩৩/০০০১/০৩৯১
০৮। জরিমানা ও দন্ড (ভ্যাট): ১/১১৩৩/০০০১/১৯০১
০৯। আবগারী শুল্ক: ১/১১৩৩/০০০১/০৬০১
১০। কাস্টমস্ ডিউটি: ১/১১৩৩/০০০১/০৪০১
১১। কাস্টমস্ সারচার্জ: ১/১১৩৩/০০০১/০৪১১
১২। অবকাঠামো উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/০৪১২
১৩। অন্যান্য: ১/১১৩৩/০০০১/০৪২১
১৪। জরিমানা ও দন্ড (কাস্টমস): ১/১১৩৩/০০০১/১৯০১
১৫। বাজেয়াপ্ত পণ্য বিক্রি/নিলাম (ভ্যাট): ১/১১৩৩/০০০১/২৩৫১
১৬। বাজেয়াপ্ত পণ্য বিক্রি/নিলাম (কাস্টমস্): ১/১১৩৩/০০০১/২৩৫১
১৭। ডিউটি ড্রব্যাক/রিফান্ড (রাজস্ব ফেরত): ১/১১৩৩/০০০১/০৪৯ (কাস্টমস)
১৮। ডিউটি ড্রব্যাক/রিফান্ড (রাজস্ব ফেরত): ১/১১৩৩/০০০১/০৪৯৭ (ভ্যাট)
১৯। স্বাস্থ উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১২
২০। পরিবেশ সুরক্ষা সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১৩
২১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জ: ১/১১৩৩/০০০১/২২১৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস